মেহেরপুরে একদিনে ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ১
মেহেরপুরে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষায় ৪১ জনের ফলাফল পজিটিভ এসেছে। আর মারা গেছেন একজন। তার বাড়ি গাংনী উপজেলায়।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুরে মোট ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৫৪ জন, গাংনী উপজেলার ১৪৫ জন এবং ৮৪ জন মুজিবনগর উপজেলায়।
ডা. নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩ জন। মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে বলে জানান তিনি।
আসিফ ইকবাল/এমএসএইচ/জিকেএস