ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে একদিনে করোনা আক্রান্ত ১১৮, মৃত্যু ১

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৪ জুন ২০২১

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। তিনি কবিরহাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জনে। এ সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন।

বুধবার (২৩ জুন) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার। তিনি বলেন, ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। নতুন ১১৮ জনসহ জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৫৬৯ জন। ৪১৩ জনের পরীক্ষা করে ২৮ দশমিক ৫৭ ভাগ লোকের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্তের হার ১১ দশমিক ০১ শতাংশ।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে তৃতীয় সপ্তাহের লকডাউনে থাকা নোয়াখালী সদর উপজেলায় ৫৭ জন শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে সূবর্ণচরে দুইজন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়িতে দুইজন, চাটখিলে চারজন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে আটজন ও কবিরহাটের ১৫ জন রয়েছে।

অপরদিকে নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে করোনার উপসর্গ নিয়ে চারজন রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

তারা হচ্ছেন- লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৫৫), একই জেলার চন্দ্রগঞ্জের আবদুল মতিন (৭০), নোয়াখালীর চাটখিলের পরানপুরের তাহেরা বেগম (৬০) ও সদর উপজেলার বিনোদপুরের আবু তাহের (৬৫)।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সমন্বয়ক নিরুপম দাশ বলেন, হাসপাতালে যেসব রোগীকে ভর্তির জন্য আনা হয়, তাদের বেশির ভাগেরই অবস্থা খারাপ থাকে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগীকে হাই ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেন দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না।

চিকিৎসক নিরুপম দাশ আরও বলেন, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা রোগী এবং করোনার উপসর্গ নিয়ে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এমআরএম