আড়াইহাজারে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন ইউএনও মো. সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।
ইউএনও মো. সোহাগ হোসেন জানান, লকডাউনে কঠোর থাকবে প্রশাসন। এরইমধ্যে আড়াইহাজার সদরের বাজারে দোকান চালু রাখায় ইয়াছিন, স্বপন চন্দ্র দাস, আ. হাসিম, এনামুল ও শফিক প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানের সময় অনেকগুলো প্রাইভেটকার, সিএনজি আড়াইহাজার থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
শাহাদাত হোসেন/এসএমএম/এমএস