ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিহত ১

প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে মোহাম্মদ আলী মন্ডল (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন। তবে ট্রলার ডুবে কয়েকজন যাত্রী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে ফতুল্লা ও কেরাণীগঞ্জের মাঝ নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী মন্ডল জামালপুরের শাহাদত আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার খেয়াঘাট হতে ১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার দক্ষিণ কেরাণীগঞ্জ কাওঢলা যাচ্ছিল। পথিমধ্যে বুড়িগঙ্গা নদীর মাঝে ট্রলারটি আসার পর সদরঘাটগামী বালুবাহী বাল্কহেড ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে আহত হয়ে বেশ কয়েকজন।
 
ট্রলার ডুবিতে আহত মোহাম্মদ আলী মন্ডলকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ডা. ইশতিয়াক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
দুর্ঘটনায় সুলতানা আক্তার বেবী (৩৫) নামের এক নারী নিখোঁজ রয়েছে জানিয়েছেন পরিবারের সদস্য। বেবি আক্তারের সঙ্গে তার ছেলে আলিফকে উদ্ধার করতে পারলেও এখনো বেবির সন্ধ্যান মিলেনি।
 
নিখোঁজ বেবির মামা জহির জাগো নিউজকে জানায়, নিখোঁজ সুলতানা আক্তার বেবীর বাড়ি সদর উপজেলার গোগনগর এলাকার প্রবাসী মহিউদ্দিন মন্টুর স্ত্রী। তার সন্তান আলিফকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ট্রলার ডুবে নিখোঁজ হয়। আলিফকে উদ্ধার করতে পারলেও বেবীকে উদ্ধার করা সম্ভব হয়নি।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি দিন মনি সারমা জাগো নিউজকে জানান, ডুবে যাওয়া ট্রলারটি ও নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য ডুবুরি কাজ করছে। নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় ঢাকা থেকে তাদের আসতে সময় লাগায় সন্ধ্যা হয়ে যায়। এখনো উদ্ধার কাজ চলছে।   
 
এআরএ/পিআর