করোনাভাইরাস : বাগেরহাটে আরও ৪ জনের মৃত্যু
বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে করোনার হটস্পট মোংলায় ছয়জন, ফকিরহাটে ১৪ জন, সদরে ১৯ জন, মোরেলগঞ্জে ১৫ জন, চিতলমারীতে এক জন ও শরণখোলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।
জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৬৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন ৭০ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।
শওকত আলী বাবু/আরএইচ/জিকেএস