ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস : বগুড়ায় আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২২ জুন ২০২১

বগুড়ায় মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ আরও তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ জুন) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্য ফাতেমা খাতুন (৪০) ও কবির উদ্দিন জয়পুরহাটের (৭৭) এবং তাজুল ইসলাম (৬৫) নামের অপরজন গাইবান্ধা বাসিন্দা। এদের মধ্যে ফাতেমা ও তাজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং কবির উদ্দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার (২১ জুন) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৫ টি নমুনায় ২৬ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮ টি নমুনায় ১০ জন পজিটিভ এসেছে। এদের মধ্যে আদমদীঘিতে ছয় জন, শিবগঞ্জে তিনজন, সোনাতলায় দুইজন, দুপচাঁচিয়া দুইজন, ধুনট ও গাবতলী একজন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৩ জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ৩৯৩ জন।

আরএইচ/এমএস