ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২১ দিনে রামেক করোনা ইউনিটে ২১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২১ জুন ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোনোভাবেই কমছে না করোনায় ও উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২১ দিনে ২১৬ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে রামেক করোনা ইউনিটে। যা করোনাকালীন সময়ে সর্বোচ্চ মৃত্যু।

মৃত্যুর রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের জুলাইয়ের দিকে ১১১ জনের মৃত্যু হয়েছিল রামেকের করোনা ইউনিটে। চলতি বছরের মে মাসের আগ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা ছিল। তবে মে মাসে সেই রেকর্ড ভেঙে ১২৪ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু জুনে এসে সে রেকর্ডটিও ভেঙে যায়। চলতি মাসে মাত্র ২১ দিনেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২১৬ জনের মৃত্যু হয়।

সোমবার (২১ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই করোনা সংক্রমণ ও উপসর্গে মারা গেছেন।

jagonews24

তিনি বলেন, করোনা ও উপসর্গে রামেকে গত ১ জুন মারা যান সাতজন। এছাড়া ২ জুন আরও সাত জন, ৩ জুন নয় জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আট জন, ৬ জুন ছয় জন, ৭ জুন ১১জ ন, ৮ জুন আট জন, ৯ জুন আট জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চার জন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন, ১৫ জুন ১২ জন, ১৬ জুন ১৩ জন, ১৭ জুন ১০ জন, ১৮ জুন ১২ জন, ১৯ জুন ১০ জন, ২০ জুন ১০ জন ও ২১ জুন ১৩ জন মারা যান।

শামীম ইয়াজদানি আরও বলেন, রাজশাহীতে করোনা একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যেই মুহূর্তে লকডাউন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ছিল। এখন শুধু লকডাউন দিয়ে কাজ হবে না। এখন ঘরে ঘরে করোনা রোগী। এখন প্রয়োজন জনসচেতনতা। অন্যথায় কোনোভাবেই করোনার ভয়াবহতা ঠেকানো সম্ভবপর নয়।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম