ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত (৩২) নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পূর্ব গুনাগরি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টবল আনোয়ারসহ পাঁচ গ্রামবাসী আহত হয়েছে। তবে নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন-আবদুল করিম (৩৫), আবদুর রহিম (৩২), পাখি আকতার (২৮), মোহাম্মদ খালেদ (২৫) ও শাহেদা আকতার (২৮)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত একটার দিকে ডাকাতরা গুনাগরি এলাকায় বাবুল মেম্বারের বাড়ীতে হানা দেয়। খবর পেয়ে পুলিশ সোয়া একটার দিকে অপারেশন শুরু করে। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হন। অন্যদিকে ডাকাতদলের ছোড়া গুলিতে দু’জন পুলিশসহ ছয়জন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাতের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো এবং এ ঘটনায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

জীবন মুছা/এআরএস/এমএস