ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মঙ্গলবার থেকে রাজবাড়ী সদরসহ ৩ পৌরসভায় ৭ দিনের লকডাউন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২০ জুন ২০২১

রাজবাড়ীতে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।

রোববার (২০ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়াজেদ আলী, গোয়ালন্দ মেয়র মো. নজরুল মন্ডল প্রমুখ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১৪ দিনে করোনা আক্রান্তের হার রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে সাত শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ।

সোমবার (২১ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় লকডাউন কার্যকর হবে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম