ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে করোনায় চারজন, উপসর্গে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২০ জুন ২০২১

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৯০ জন করোনা পজিটিভ হয়েছেন।

রোববার (২০ জুন) সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চারজন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গে একজন মারা গেছেন।

ডা. সেলিনা বেগম জানান, রোববার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৩৯৬ জনে ও মৃত্যু হয়েছে ৬৬ জন।

jagonews24

এ দিকে করোনাভাইরাসরে সংক্রমণ ঠেকাতে ঝিনাইদহের ছয়টি পৌরসভায় ১৯ জুন (শনিবার) থেকে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছেন জেলা প্রশাসন। এ বিধিনিষেধের মধ্যে সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পৌর এলাকার সব রুটে গণ পরিবহন বন্ধ থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সীমান্তবর্তী এ জেলায় করোনা সংক্রমণ অনেক বেড়েছে। তাই করোনা প্রতিরোধ কমিটির বিধিনিষেধ অমান্য করায় কিছু ইজি বাইক আটকের পাশাপাশি জরিমানা করা হচ্ছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ৫০ বেডের করোনা ইউনিটে ৫১ জন ভর্তি রয়েছেন। স্থান সংকুলান না ৫০ বেডের আরও একটি নতুন করোনা ইউনিট খোলা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমকেএইচ