চাঁপাইনবাবগঞ্জে আরও ১০২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০১টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আরটিপিসিআর ল্যাবে ২০০টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৯০টি নমুনায় ৩০ জনের, জিন এক্সপার্ট টেস্টে ১১টি নমুনায় ৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের উপসর্গ না থাকায় রোববার সকাল থেকে তারা নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে ৬৬ জন চিকিৎসা নিচ্ছে।’
জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৫১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ১০৫ জন।
সোহান মাহমুদ/এসজে/এমএস