ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালের ৬ জেলায় ৮১৬ জন প্রার্থী

প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বরিশালের ছয় জেলায় (বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি) ৮১৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিস। গত শনিবার ও রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিস।

ছয় জেলায় ৭৮ জন মেয়র প্রার্থী, ৫৮৪ জন কাউন্সিলর এবং ১৫৪ জন নারী কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেন।

বিস্তারিত পড়ুন আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

বরিশাল : বরিশালের বানারীপাড়া পৌরসভায় ৬, উজিপুরে ৪, মেহেন্দিগঞ্জে ৩, গৌরনদীতে ৪, মুলাদীতে ৭ এবং বাকেরগঞ্জে ৪ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুধু উজিরপুর পৌরসভায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিস।

অপরদিকে বানারীপাড়ায় ২৩ ও ৮, উজিপুরে ৪৪ ও ১১, মেহেন্দিগঞ্জে ৩৫ ও ১২, গৌরনদীতে ৩৯ ও ১১, মুলাদীতে ৩৬ ও ৯ এবং বাকেরগঞ্জে ৩৬ ও ১১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বানারীপাড়ায় ২, উজিপুরে ৪, মেহেন্দিগঞ্জে ১ এবং বাকেরগঞ্জে ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া গৌরনদীতে ৩ নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পটুয়াখালী : জেলার কলাপাড়ায় ৩ ও কুয়াকাটা পৌরসভায় ৭ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া এই দুই পৌরসভায় ৩৪ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মধ্যে কুয়াকাটায় ৩৪ জনের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। কলাপাড়ার ৩০ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। এছাড়া কলাপাড়ায় ১১ ও কুয়াকাটায় ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবার মনোনয়ন বহাল রয়েছে।

ভোলা : ভোলা সদরে ৩, দৌলতখানে ৪ এবং বোরহানউদ্দিন পৌরসভায় ২ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদরের একজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া সদরে ২৪, দৌলতখানে ১৮ এবং বোরহানউদ্দিনে ৪২ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদর পৌরসভায় ৭ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

অপরদিকে ভোলা সদরে ৮, দৌলতখানে ৮ এবং বোরহানউদ্দিনে ৫ জন প্রার্থী নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সদরে ২ জনের মনোনয়ন বাতিল রয়েছে।

বরগুনা : বরগুনা সদর পৌরসভায় ৭, বেতাগীতে ৯ এবং পাথরঘাটায় ৪ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদর ও বেতাগী পৌরসভায় ২ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সদর পৌরসভায় ৪৩, বেতাগীতে ৩০ এবং পাথরঘাটায় ৩৫ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বেতাগীতে এক ও পাথরঘাটায় ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

অপরদিকে সদর পৌরসভায় ১১, বেতাগীতে ১০ এবং পাথরঘাটায় ১৩ জন নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাথরঘাটায় একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

পিরোজপুর : পিরোজপুর সদর পৌরসভায় ৪ এবং স্বরুপকাঠিতে ৪ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দুটি পৌরসভার ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া সদরে ৩৫ ও স্বরুপকাঠিতে ৩৬ জন কাউন্সিল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদরে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

অপরদিকে সদরে ৪ এবং স্বরুপকাঠিতে ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও কারো প্রার্থিতা বাতিল হয়নি।

ঝালকাঠি : জেলার নলছিটি পৌরসভায় ৭ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪৬ জন এবং নারী কাউন্সিলর হিসেবে ৮ জন মনোনয়ন দাখিল করেন। তবে একজন কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলরের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিস।

এআরএ/এমএএস/বিএ

আরও পড়ুন