রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৩৪ জনের করোনা শনাক্ত
রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৮৪ শতাংশ, যা আগের চেয়ে তিন দশমিক ১৫ শতাংশ বেশি।
রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ জুন) সকাল ৯টা থেকে রোববার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে নমুনা পরীক্ষা করা হয় ৭৫১ জনের। এতে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে আরটিপিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের।
এদিকে রাজশাহীর ৯ উপজেলায় মোট ২১ জনের র্যাপিড অ্যান্টেজেন টেস্টে করা হয়। এতে একজনেরও করোনা শনাক্ত হয়নি। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৩২১ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করলে সেখানেও কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো জিন এক্সপার্ট টেস্ট করা হয়নি।
রামেকে করোনা পরীক্ষার বিষয়ে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৪২ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রামেক হাসপাতাল ও মেডিকেলের দুই ল্যাবের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫ শতাংশ। তবে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ৮৪ শতাংশ।
জেলায় করোনা টেস্ট কম হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, শুক্রবার ছুটি থাকায় উপজেলার অফিসগুলো বন্ধ ছিল। এছাড়া গত কয়েকদিনের বৃষ্টির কারণে রাজশাহী মহানগর ও উপজেলাগুলোতে তুলনামূলক কম পরীক্ষা হয়েছে। তবে মহানগরের চেয়ে গ্রামপর্যায়ে মানুষের মধ্যে করোনা পরীক্ষায় অনীহা রয়েছে।
ফয়সাল আহমেদ/এসএমএম/এমএস