ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যাচাই বাছাই শেষে রংপুরের ৮ জেলায় ১২৮ জন মেয়র প্রার্থী

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

রংপুরের আট জেলায় (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা) ১২৮ জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বহাল রয়েছে।

গত শনিবার ও রোববার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বিভিন্ন কারণে এসব জেলায় ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে স্থানীয় রিটার্নিং অফিস।

এসব জেলায় ৯০৯ জন কাউন্সিলর, ২৮৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের পদ বহাল রয়েছে। তবে বিভিন্ন কারণে রংপুরের এ ৮ জেলায় ৫৪ জন কাউন্সিলর এবং ১৬ জন নারী কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বিস্তারিত পড়ুন আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

পঞ্চগড় : পঞ্চগড় সদর পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন মনোয়ন পত্র দাখিল করেন। গত দুই দিন যাচাই বাছাই শেষে একজন মেয়র, ৭ জন কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৬ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫৩ জন এবং নারী কাউন্সিলর হিসেবে ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে গত রোববার যাচাই বাছাই শেষে ১৩ জন কাউন্সিলর এবং একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।

পীরগঞ্জ : জেলার পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৫ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪১ জন এবং নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাই শেষে ৩ জন কাউন্সিলর প্রার্থী এবং একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার।

রাণীশংকৈল : জেলার রাণীশংকৈল পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে ৬ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩০ জন এবং নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাইয়ের পর সকল প্রার্থীর প্রার্থিতা বহাল রয়েছে।

সৈয়দপুর : নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৭ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭৭ জন এবং নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ২০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাইয়ের ২য় দিনে ৩ জন মেয়র প্রার্থী, একজন কাউন্সিলর প্রার্থী এবং দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার।

জলঢাকা : নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৭ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪৬ জন এবং নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৫ জন মনোনয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাই শেষে দু্ইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার। বাকিদের প্রার্থিতা বহাল রয়েছে।

দিনাজপুর : দিনাজপুর সদর পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৬২ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন মনোয়ন পত্র দাখিল করেন। গত দুই দিন (শনিবার ও রোববার) যাচাই বাছাইয়ের পর সংরক্ষিত একজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।

বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাইয়ের পর দুইজন মেয়র প্রার্থী ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার।

হাকিমপুর : দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৫ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন মনোয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাইয়ের পর একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে উপজেলা রিটার্নিং অফিসার।

বিরামপুর : দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৪ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোয়ন পত্র দাখিল করেন। রোববার যাচাই বাছাইয়ের পর একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করে উপজেলা রিটার্নিং অফিসার।

ফুলবাড়ি : দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৪৫ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোয়ন পত্র দাখিল করেন। তবে এ উপজেলায় ৭ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী নির্বাচন করছেন। রোববার যাচাই বাছাইয়ের পর একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করে উপজেলা রিটার্নিং অফিসার।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ৩টি পৌরসভা নির্বাচন হচ্ছে। কুড়িগ্রাম সদর পৌরসভায় ৫ জন, নাগেশ্বরী পৌরসভায় ৬ জন এবং উলিপুর পৌরসভায় ৮ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। এর মধ্যে উলিপুর পৌরসভায় ২ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।

এদিকে কুড়িগ্রাম সদর পৌরসভায় কাউন্সিলর ৪৫, নাগেশ্বরীতে ৫০ এবং উলিপুরে ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। এরমধ্যে কুড়িগ্রাম সদর পৌরসভায় ৯ এবং উলিপুরে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ তিন পৌরসভায় ৪৬ জন নারী কাউন্সিলর মনোনয়ন পত্র দাখিল করেছে। এরমধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং উলিপুরে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রংপুর : জেলার বদরগঞ্জ পৌরসভায় ৬ জন মেয়র পদে মনোনয়ন দাখিল করেন। ৩১ জন কাউন্সিল মনোনয়ন দাখিল করলে রোববার ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া ১৫ জন নারী কাউন্সিল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গাইবান্ধা : গাইবান্ধা সদরে ৮ জন মেয়র, ৭৩ জন কাউন্সিলর এবং ২২ জন নারী কাউন্সিলর, সুন্দরগঞ্জে মেয়র ৯, কাউন্সিলর ৩০ এবং ১৩ জন নারী কাউন্সিল, গোবিন্দগঞ্জে ৮ জন মেয়র, ৩৭ জন কাউন্সিলর এবং ১৬ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ২ কাউন্সিলর এবং সুন্দরগঞ্জে ২ জন নারী কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছেন।

লালমনিরহাট : লালমনিরহাট হাটে ৬ জন মেয়র, ৫৩ জন কাউন্সিলর এবং ১৫ জন  নারী কাউন্সিলর মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ২ জন কাউন্সিলরের মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যদিকে পাটগ্রাম পৌরসভায় ৪ জন মেয়র, ৩৩ জন কাউন্সিলর এবং ৯ জন নারী কাউন্সিলর মনোনয়ন পত্র দাখিল করেন। সবার মনোনয়ন বহাল রয়েছে।

এআরএ/এমএএস/আরআইপি