ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৮ জুন ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত তিনদিনে ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা গেছেন নওগাঁর আব্দুর রউফ (৭৬), বগুড়ার গাবতলী উপজেলার দুদু প্রামাণিক (৬৭), নওগাঁর অজিত কুমার (৩০) ও জয়পুরহাটের পাঁচবিবি এলাকার মাহফুজা (৬০)। এদের মধ্যে আব্দুর রউফ টিএমএসএস হাসপাতালে, অজিত ও মাহফুজা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও দুদু প্রামাণিক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) জেলায় তিনজন ও বুধবার (১৬ জুন) চারজন করোনায় প্রাণ হারান।

বৃহস্পতিবার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৯টি নমুনায় ৩৮ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫টি নমুনায় চারজনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া জয়পুরহাটের ৮৮টি নমুনায় ১৯ জনের করোনা পজিটিভ ফল এসেছে।

করোনা আক্রান্তদের মধ্যে সদরে ৪৯ জন, শিবগঞ্জে দুজন ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৩৫ জন। আর করোনায় মারা গেছেন ৩৪০ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৮২ জন।

এসএমএম/এএসএম