ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৫

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৮ জুন ২০২১

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

শুক্রবার (১৮ জুন) সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ব্যক্তিরা করোনার উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ ইউনিটে নতুন আরও ১২জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলায় সংক্রমণের হার ৭৬ শতাংশ।

সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত করোনায় দুই হাজার ৫০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪১ জনের।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধিতে নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকরে শুক্রবারও সকাল থেকে দুটি পৌরসভার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম