খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২২
খুলনার করোনা হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া একইদিন বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের দেহে।
শুক্রবার (১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে ও একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
তারা হলেন, খুলনা নগরীর হাজী মহসিন রোডের জয়নাব বেগম (৭৮), সাতক্ষীরার শ্যামনগরের হরি নগরের আশুতোষ মণ্ডল (৩৪), নড়াইলের মির্জাপুরের মিজানুর রহমান (৫০), খুলনার দিঘলিয়া বারাকপুরের মোস্তফা শেখ (৬০) ও যশোরের কেশবপুর কোন্দবপুরের ফজিলা বেগম (৬৯)। এছাড়া উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ ফল এসেছে।
অপরদিকে করোনা হাসপাতালে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৬৮ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেডজোনে ১০৬ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
আলমগীর হান্নান/এসএমএম/এমএস