কুষ্টিয়ায় একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সংখ্যার দিক দিয়ে এটিই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় সর্বোচ্চ রোগী মৃত্যুর ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, করোনায় মৃতদের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় ও একজনের ভেড়ামারা উপজেলায়।
এদিকে বৃহস্পতিবার (১৭ জুন) থেকে জেনারেল হাসপাতালের ১০ নং সার্জিক্যাল ওয়ার্ডকে করোনা ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, আগে করোনা ওয়ার্ডে ৭৪টি শয্যা ছিল। সেখানে এখন ২৬টি শয্যা যুক্ত করা হয়েছে। বর্তমানে এ হাসপাতালে ৬৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির অবনতি ঘটায় পৌর এলাকায় চলমান বিধিনিষেধ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।
এর আগে করোনার বিস্তার রোধে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় আগে করোনা শনাক্তের হার ২০ ভাগের নিচে থাকলেও এখন সেখানে এ হার ৪০ ভাগের উপরে উঠে গেছে।
আল-মামুন সাগর/এসএমএম/জেআইএম