ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৮৮ টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরটিপিসিআর ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২৬ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩২টি নমুনায় ১৭ জনের, জিন এক্সপার্ট টেস্টে সাতটি নমুনায় পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৩২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ২ হাজার ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন এবং মারা গেছেন ৯৫ জন।

এসজে/এএসএম