খুলনা করোনা হাসপাতালে আরও ৭ মৃত্যু
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে দুজন মারা যান।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে পাঁচজনের এবং ইয়োলো জোনে দু জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনার ১০০ শয্যার করোনা হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হান্নান/এসজে/এএসএম