মেয়র প্রার্থীর কর্মীকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই
কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী,বিএনপি সমর্থিত প্রার্থী শাহনাজ আক্তারের কর্মী ও পৌরসভা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজুকে পিটিয়ে তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী শাহনাজ আক্তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল খায়েরের কর্মী সমর্থকদের দায়ী করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত প্রার্থী শাহনাজ আক্তারের কর্মী পৌরসভা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজুকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল খায়ের সমর্থিত কর্মী ছাত্রলীগ নেতা শিহাব খান, ফরিদ, মমিন, জাহিদ ও সোহেল রানার নেতৃত্বে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
এসময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার জাগো নিউজকে বলেন, প্রতিদ্বন্দ্বী আবুল খায়েরের কর্মীরা তার কর্মীর উপর হামলা চালিয়েছে। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল খায়ের জাগো নিউজকে জানান, এ ঘটনায় তার কোনো কর্মী সমর্থক জড়িত নন। রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, তিনি শাহনাজ আক্তারের কর্মীর উপর হামলার একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তিনি থানায় পাঠিয়েছেন।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর