ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার ফিশারিঘাট থেকে জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকা থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দু রশিদ (৫০)। তিনি মহেশখালী উপজেলার দক্ষিণ ঘোনার পাড়া এলাকার রহমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ফিশারিঘাট ভবনের নিচে বাঁকখালী নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানস বড়ুয়া ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অপারেশন অফিসার আব্দুর রহিম জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধারের পর পরই তার পরিবারের লোকজন তাকে সনাক্ত করেছেন। তিনি ফিশারিঘাট এলাকার নিয়মিত জেলে। রোববার ভোরে নদীতে নোঙর করা ফিশিং বোটে যাওয়ার জন্য তিনি স্থল ত্যাগ করেন বলে জেলেরা জানান। এসময় সিড়ি ভেঙে তিনি হয়তো গর্তে পড়ে যান। তার মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ওই গর্ত থেকে রশিদ আর উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিনা ময়নাতদন্তে রশিদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে যেতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমলাম হোসেন। প্রশাসনিক অনুমতি পেলে বিকেলে মরদেহ হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস