ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে নাটোরে বিএনপির বিদ্রোহী এবং ওয়াকার্স পার্টিরসহ ২জন মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।

রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ ওয়াকার্স পার্টি থেকে মনোনীত মাহবুবুল আলমের প্রার্থিতা বাতিল করা হয়। দলীয় মনোনয়নপত্র এবং খরচের হিসাব না থাকায় রিটানিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এ সময় আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বড়াইগ্রাম পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শরিফুল হক মুক্তার স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তবে আগামী ৩ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন বলে জানান অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও নাটোর পৌর সভার রিটানিং কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান।  

প্রার্থীতা ফিরে পেতে কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন বাতিলকৃত প্রার্থীরা।  

এদিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থী না থাকায় নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
 
রেজাউল করিম রেজা/এসএস/পিআর