ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৫ জুন ২০২১

খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৮০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এটি বিভাগের একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে করোনায় সোমবার (১৪ জুন) সাত জনের মৃত্যু ও ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৩ জুন) করোনায় আট জনের মৃত্যু ও ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া শনিবার (১২ জুন) করোনায় ১০ জনের মৃত্যু ও ৩১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

রাশেদা সুলতানা বলেন, ২৪ ঘণ্টয় খুলনায় দুইজন, সাতক্ষীরায় তিনজন, কুষ্টিয়ায় তিনজন, ঝিনাইদহে দুইজন, যশোরে দুইজন ও বাগেরহাটে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জেলা ভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৯৩ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ৬১৫ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫২৩ জন ও মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭১৭ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৫৪৬ জন। এ সময় মারা গেছেন ৯৩ জন ও সুস্থ হয়েছেন ছয় হাজার ৭০১ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১১০ জন। মারা গেছেন ২৮ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৭ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৪২ জন। এ সময় মারা গেছেন ২৩ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ২১৫ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ১৫৪ জন। মারা গেছেন ৬০ জন ও সুস্থ হয়েছেন দুই হাজার ৮৩৪ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১৩৫ জন ও সুস্থ হয়েছেন চার হাজার ৮৭০ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩২৯ জন। মারা গেছেন ৬৪ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৯ জন।

শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২০৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন ও সুস্থ হয়েছেন ৯১০ জন।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৪১ হাজার ২৮ জন করোনা পজিটিভ হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৩৯১ জন ও ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরএইচ/জেআইএম