চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৬ মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। এরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭৪০ টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৯ দশমিক ৭৩ শতাংশ।
সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আরও ৬ জন মারা গেছে। রামেকে ৩৭১টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৬২টি নমুনায় ৩২ জনের এবং জিন এক্সপার্টে ৭ টি নমুনায় ৩ জনের করোনা পজিটিভ হয়েছে।’
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ১৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ৭২ জন।
এসজে/জিকেএস