এক মাসের মাথায় ফের ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল
দিনাজপুরের ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের চাল ফের ঝড়ে উড়ে গেছে। ছিটকে গেছে ঘরের দরজা। একমাসের মাথায় একই প্রকল্পে আবারও এমন ঘটনায় আতঙ্কিত ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীনরা।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
এর আগে ১০ মে ঝড়বৃষ্টিতে ওই আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি ঘরের টিনের চালা উড়ে যায়। ভেঙে পড়ে বারান্দার পিলার।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় শুরু হয়। এসময় ঝড়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বাসুদেবপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন একটি ঘরের লিনটনের ওপর থেকে রডসহ উড়ে যায় টিনের চাল।
সরেজমিন দেখা যায়, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট। ঘরের পাশের রান্নাঘরের দরজা ছিটকে পড়েছে। এছাড়াও অপর ঘরগুলোতে ফাটল দেখা গেছে।
ঘর নির্মাণকারী শফিকুল ইসলাম বলেন, ‘বাসুদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করেছেন রফিকুল ইসলাম নামের এক ঠিকাদার। তার কাজের মান ভালো না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাগ দেখালে তিনি কাজ ছেড়ে পালিয়েছে। পরে গত বুধবার থেকে আমাকে ওই প্রকল্পে কাজের জন্য ইউএনও অনুমতি দিয়েছেন।’
ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, ‘ঘরের লিনটনের ওপর থেকে রডসহ টিনের চাল উড়ে গেছে। ঘরের কাজ তো এখনও কিছুই হয়নি। কেবল টিন লাগিয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকলে এমন হওয়া স্বাভাবিক।’
ফুলবাড়ীর ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবারে প্রচণ্ড ঝড়ে নির্মাণাধীন একটি ঘর ভেঙে গেছে। সেটি সংস্কার করা হচ্ছে।’
এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম