ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে এক মেয়রসহ ৩৩ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

ফেনীর ৩টি পৌরসভার নির্বাচনে বাছাই পর্বের প্রথমদিন শনিবার মেয়র পদে ৮ জনের মধ্যে বিএনপি সমর্থিত ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে।

এতে পরশুরাম পৌরসভার মেয়র প্রার্থী নিজাম উদ্দিন সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৮ জন একক প্রার্থী হওয়ায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ফেনী পৌরসভা:  ফেনী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের হাজী আলাউদ্দিন, বিএনপির ফজলুর রহমান বকুল, জাতীয় পার্টির মির্জা মোহম্মদ ইকবাল ও সতন্ত্র প্রার্থী আতিকুল আলম মজুমদার  মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ের দিন বিএনপি  প্রার্থী ফজলুর রহমান বকুলের মনোনয়ন পত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয়ে যায়। বতর্মানে ৩ জন মেয়র প্রার্থী রয়েছেন। একইভাবে ১৮ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৬টি ওয়ার্ডে ৪ জন একক প্রার্থী  হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এনামুল হক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

পরশুরাম পৌরসভা:   পরশুরাম পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নিজাম উদ্দিন সাজেল, বিএনপির মোস্তাফিজুর রহমান মাসুদ মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ের প্রথম দিনেই বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদ জামানতের টাকা কম দেয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী নিজাম  উদ্দিন সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে ৯টি সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী ৯ জন ও সংরক্ষিত মহিলা একজন পার্থী বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

দাগনভূঞা পৌরসভা : দাগনভূঞা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের ওমর ফারুখ খান, বিএনপির কাজী সাইফুর রহমান স্বপন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাছাইকালে তাদের সকলের মনোনয়ন পত্র বহাল রয়েছে। এছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ জন একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।  দাগনভূঞা উপজেলা নির্বাহী কমকর্তা ফরিদা খানম রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 জহিরুল হক মিলু/এমএএস/আরআইপি