ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুমেকের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১১ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে শয্যা সঙ্কট দেখা দিয়েছে।

শুক্রবার (১১ জুন) করোনা ফোকাল পারসন ও খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের বাড়ি বাগেরহাটে ও একজনের বাড়ি সাতক্ষীরায়।’

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুমেক ল্যাবে আরটিপিসিআর পদ্ধতিতে ৩৭৬ নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০৯ জন খুলনার, বাগেরহাটের ২৪ জন, সাতক্ষীরার সাতজন, যশোরের ছয়জন ও নড়াইল দুজন রয়েছেন।

এ নমুনাগুলোর মধ্যে খুলনার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সঙ্কট দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, খুমেক করোনা ইউনিটে বর্তমানে রেড জোনে ৬১ জন, ইয়েলো জোনে ৩০ জন, হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ৩২ জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুমেক উপাধ্যক্ষ ও জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন, ‘করোনা ইউনিটে এখন শয্যা খালি হওয়া সাপেক্ষে ভর্তি চলছে। ভর্তি বন্ধ করা হয়নি। আজ করোনার জেলা কমিটির মিটিং আছে। সে মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আলমগীর হান্নান/এসএমএম /এএসএম