ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে : মেনন

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকে ভূমিকা পালন করতে হবে। জনগণের মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার লড়াইয়ে সম্পৃক্ত হতে হবে।

মন্ত্রী শনিবার দুপুরে খুলনা হাদিস পার্কে নবলোক-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানের বৈশ্বিক উষ্ণতার হার বজায় থাকলে আগামীতে দেশের এক তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রায় তিন কোটি মানুষ উদবাস্তু হবে। পরিবেশ রক্ষায় স্থানীয় এনজিওগুলোকে জনগণকে সচেতন করতে দায়িত্ব পালন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে তাদের সংগঠিত করতে হবে। কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয়, এনজিওকে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নবলোকের চেয়ারপার্সন অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু।

উল্লেখ্য, নবলোক দরিদ্র মানুষের মধ্যে জনহিতকর কার্যক্রম, পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জনগণের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিতকরা, কর্মদক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন কার্যক্রম বাস্তবায়নসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এর আগে সকালে মন্ত্রী খুলনা আলিম জুট মিলস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিকেলে তিনি ফুলতলা জামিরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি