মোংলায় নমুনা দিতে এসে দুইজনের মৃত্যু
করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে মোংলায়। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে করোনা পরীক্ষা করাতে এসে রেজিস্ট্রেশন করে নমুনা দেয়ার আগেই তহুরুন্নেছা খুকি (৪২) ও মো. ইব্রাহিম (১৬) নামের দুজন মারা গেছেন।
এর আগে বুধবার (৯ জুন) রাতে মারা গেছেন খালেক (৬০) ও আসলাম (৪২) নামের দুইজন। আর করোনা পরীক্ষা করাতে এসে হাসপাতালে মারা যান আম্বিয়া নামের আরও একজন। তারা সবাই করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎসক দেবপ্রসাদ সাহা।
এদিকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৬টা থেকে মোংলায় শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সার্বক্ষণিক তারা মাঠে রয়েছেন।
এরশাদ হোসেন রনি/এসআর/এএসএম