ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুবর্ণচরের প্রথম নারী ইউএনও চৈতি সর্ববিদ্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৯ জুন ২০২১

নোয়াখালীর দুর্গম উপকূলীয় উপজেলা সুবর্ণচরে প্রথমবারের মতো একজন নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি হলেন চৈতি সর্ববিদ্যা। বুধবার (৯ জুন) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সঙ্গে সাক্ষাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

বিষয়টি নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেন ৩৩তম বিসিএসের কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা।

এর আগে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও চৈতি সর্ববিদ্যা বলেন, সুবর্ণচরের মতো উপকূলীয় উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে তিনি আনন্দিত। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালন করতে চান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আমাদের সমাজে নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী। চৈতির যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার আরেকটি নজির।

তিনি বলেন, জেলায় আগের নারী ইউএনওরা ভালো করছেন। চৈতি সর্ববিদ্যাও এর ব্যতিক্রম হবেন না বলে আশা রাখি।

এসআর/এএসএম