ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫০ দশমিক ৫৩

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৯ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন হুসাইন সাফায়েত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজিটিভ হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দুই হাজার ১৪৭ জন।

jagonews24

তিনি আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (৮ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

jagonews24

এদিকে করোনা সংক্রমণরোধে সাতক্ষীরায় ঘোষিত সাত দিনের লকডাউনের পাঁচ দিন আজ। লকডাউন কার্যকরে শহরের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে শহরে চলছে মাইকিং, বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণ পরিবহন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম