ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ৪৮

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৯ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৯ জুন) গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ হাজার ৪৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ২৬৫ জন।

সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে দ্বিতীয় ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। নিয়ে গাজীপুরে মোট দুই লাখ ৩১ হাজার ৯২৬ জন করোনার টিকা নিয়েছেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস