রামেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন করোনায়।
বুধবার (৯ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আট জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যায়।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা সংক্রমণে মৃত চারজনের মধ্যে তিনজন রাজশাহী ও বাকি একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মৃত চারজনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ ও বাকি একজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ