ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে আরও ৮০ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৯ জুন ২০২১

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫০ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এতে করোনা আক্রান্তের হার ২২ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৫ জনে।

বুধবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, ৮৪ জন নতুন আক্রান্তসহ জেলায় মোট আক্রান্ত নয় হাজার ২৯০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৪৯ জন, বেগমগঞ্জে ১৫ জন, সুবর্ণচরে একজন, সোনাইমুড়িতে দুজন, চাটখিলে আটজন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে দুইজন ও হাতিয়ায় দুজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, নোয়াখালীতে করোনায় আক্রান্ত নয় হাজার ২৯০ জনের মধ্যে সদর উপজেলাতেই তিন হাজার ৩৬১ জন। অন্য ৮ উপজেলায় পাঁচ হাজার ৯২৯ জন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২ হাজার ২০১ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৩৭ জন ও আইসোলেশনে আছে ১০ জন।

উল্লেখ্য, জেলাবাসীকে সুরক্ষা দেয়ার স্বার্থে ৪ জুন বিকেলে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে সাতদিনের লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

এসজে/এমকেএইচ