ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংক্রমণ রোধে সুনামগঞ্জে একযোগে ৮৪ ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৮ জুন ২০২১

সুনামগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে জেলার ১১ উপজেলায় একযোগে ৮৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় বিভিন্ন গণপরিবহন, যাত্রীবাহী অটোরিকশা ও সিএনজিতে অভিযান পরিচালনা করে ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা কার হয়।

jagonews24

মঙ্গলবার (৮ জুন) দুপুর থেকে একযোগে জেলার ১১ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক গণপরবিহনসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়া জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় করোনা সংক্রামণের বিস্তার রোধে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

jagonews24

একই সময়ে সুনামগঞ্জ সদরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পড়তে নির্দেশ দেয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহন, যাত্রীবাহী অটোরিকশা ও সিএনজিতে অভিযান পরিচালনা করে ৩৬
হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের অন্যান্য জেলার তুলনায় এখনো সুনামগঞ্জে করোনায় আক্রান্ত এবং সংক্রামণের হার কিছুটা কম আছে। এরপরও জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করছি। আমরা চেষ্টা করছি সবাই বাইরে বের হলে মাস্ক পড়বেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলেন। এতে করে সংক্রামণ এড়ানো যাবে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘গণপরিবহনে স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষিত হচ্ছে তাই আজকে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

লিপসন আহমেদ/এসজে/জিকেএস