ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ডোজ নিয়েও আক্রান্ত উপজেলা চেয়ারম্যান, পজিটিভ ৬ কর্মকর্তাও

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ জুন ২০২১

খুলনার রূপসায় করোনারভাইরাস টিকার দুই ডোজ নেয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ছয় কর্মকর্তা।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ও উপজেলার যে ছয়জন সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন, তারা সবাই টিকা নেয়া। আমার একটু জ্বর হয়েছিল। পরে পরীক্ষা করে দেখি করোনা হয়েছে। তবে তেমন কোনো শারীরিক অসুবিধা হচ্ছে না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৬ জুন নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান ও প্রসেস সার্ভার শ্যামা পদের করোনা পজিটিভ হয়।

এর আগে ২৯ মে নমুনা পরীক্ষায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমানের করোনা পজিটিভ হয়। করোনা পজিটিভ হওয়া এই সাত জনের সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে জানা গেছে, এই সাতজনের সকলেই করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন।

এ প্রসঙ্গে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম বলেন, ‘আমি করোনার দুই ডোজই টিকা নিয়েছিলাম। তারপরও আমার করোনা হয়েছে। তবে আমার শারীরিক অবস্থা বেশ ভালো।’

আলমগীর হান্নান/এসজে/জিকেএস