ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাইকগাছা পৌরসভায় এক সপ্তাহের লকডাউন

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৮ জুন ২০২১

করোনা সংক্রমণ রোধে খুলনার পাইকগাছা পৌরসভায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ জুন) পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পাইকগাছা পৌরসভায় কঠোর লকডাউন ও উপজেলার চারটি হাট-বাজার আগামী ১০ জুন থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে। সেগুলো হচ্ছে- কপিলমুনি হাট, চাঁদখালী হাট, বাঁকা বাজার ও কাটিপাড়া বাজার। চারটি হাটে শুধুমাত্র ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচা বাজার ছাড়া সকল প্রকার দোকান, শপিংমল বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পাইকগাছা পৌরসভায় বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬ টা থেকে বুধবার (১৬ জুন) রাত ১২ টা পর্যন্ত কঠোর লকডাউন থাকবে। শুধুমাত্র ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার, কৃষি, নির্মাণ সামগ্রীর দোকানসমূহ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সকল প্রকার দোকান-পাট ও কলকারখানা বন্ধ থাকবে।

পৌরসভার অভ্যন্তরের সকল প্রকার গণ পরিবহন বন্ধ থাকবে। সকল ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস