ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে একদিনে আক্রান্তের হার ২২ শতাংশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ জুন ২০২১

নোয়াখালীতে ৯০ হাজার ৩৩৩ জনের করোনা পরীক্ষায় ৯ হাজার ২১০ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ১০ দশমিক ২০ শতাংশ। মৃত্যু হয়েছে ১২৪ জনের।

মঙ্গলবার (৮ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৮ জনের করোনা পরীক্ষা করে ৫৯ জনের পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ২২ দশমিক ০১ শতাংশ। এরমধ্যে সদরে ৩৫ জন, সুবর্ণচরে একজন, হাতিয়ায় দুইজন, বেগমগঞ্জে সাতজন, সোনাইমুড়িতে পাঁচজন, সেনবাগে দুইজন, কোম্পানীগঞ্জে ছয়জন ও কবিরহাটে একজন।

সিভিল সার্জন অফিস জানায়, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন দুই হাজার ১৩৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৩৮ জন ও আইসোলেশনে আছেন ৯ জন।

নোয়াখালী সদরে এ পর্যন্ত আক্রান্ত তিন হাজার ৩১২ জন। অন্য আট উপজেলায় আক্রান্ত পাঁচ হাজার ৮৯৮ জন।

এদিকে নোয়াখালী সদরের এক পৌরসভা ও ছয় ইউনিয়নে শুক্রবার (১১ জুন) পর্যন্ত সাত দিনের লকডাউন চলছে।

এসআর/এমকেএইচ