ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বাড়ছে করোনা সংক্রমণের হার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৭ জুন ২০২১

সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় বর্তমান শনাক্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ।

হাসপাতাল সূত্র জানায়, একই ল্যাবে বুধবার (২ জুন) ৯৪ জনের মধ্যে ৫০জন, বৃহস্পতিবার (৩ জুন) ৯৩ জনের মধ্যে ৫০ জন, শুক্রবার (৪ জুন) ১৮৮ জনের মধ্যে ৮৯ জন ও রোববার (৬ জুন) ৯৪ জনের মধ্যে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

jagonews24

করোনার ঊর্ধ্বগতির কারণে গত শনিবার (৫ জুন) থেকে জেলায় সাত দিনের সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। আন্তঃজেলা ও দূরপাল্লার গণ পরিবহন বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানির জন্য সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা ছিল ভোমরা স্থল বন্দর।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, এ পর্যন্ত জেলায় এক হাজার ৮৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২২৭ জন।

jagonews24

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। তাদের ঘরে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৪১ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন দেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, র্যাবসহ সরকারের অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম