ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ৬টি পৌরসভায় আ.লীগ-বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে বগুড়ার ৯টি পৌরসভার মধ্যে ছয়টিতেই আ.লীগ-বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গতকাল (বৃহস্পতিবার) তারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীরা তিনটি এবং বিএনপির প্রার্থীরা তিনটিতে বিদ্রোহী হয়েছেন।
 
জানা গেছে, বগুড়ার ধুনট পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে। কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশা এবং পৌর আওয়ামী লীগের সদস্য বর্তমান কাউন্সিলর আল আমিন তরফদার।

সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনকে। কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা কমিটির সাবেক সদস্য ও সাবেক মেয়র আব্দুল হামিদ সরদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ফরাজি। গাবতলী পৌরসভায় আওয়ামী লীগ মনোনয়ন প্রাপ্ত মোমিনুল হক শিলুর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল পাইকার।

এদিকে শিবগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনয়ন প্রাপ্ত মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান কাউন্সিলর এসএম তাজুল ইসলাম।  একইভাবে নন্দীগ্রাম পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সুশান্ত কুমার শান্ত। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ফজলুল হক কাশেম, ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। সারিয়াকান্দিতে বিএনপি মনোনীত বর্তমান মেয়র টিপু সুলতানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির নেতা খোরশেদ আলম।  

এমএএস/পিআর