ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিসিএম প্রশিক্ষণে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএম) প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে বাংলাদেশে এসেছে। শুক্রবার প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

benapole

ভারতের বিএসএফ প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা লে. কর্নেল গুরবিন্দর সিংহের নেতৃত্বে ৩০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএসএফের ১৬ জন উচ্চ পর্যায়ের কর্মকতা, ৯ জেসিও এবং ৫ সিপাই। সীমান্ত ম্যানেজমেন্ট বিষয়ে চট্টগ্রামের বাইতুল ইজ্জ্বত সাতকানিয়া বিজিবি একাডেমিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত ২ ডিসেম্বর ভারতের দিল্লি বিএসএফ ট্রেনিং স্কুলে বিজিবি ও বিএসএফের মধ্যে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে অংশ নিতে বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে ভারতে যায়। ১৪ ডিসেম্বর তারা প্রশিক্ষণ শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, উভয়ের মধ্যে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে সীমান্ত পথে চোরাচালান, নারী-শিশু পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কও জোরদার হবে আশা প্রকাশ করেন তিনি।

জামাল হোসেন/এমএএস/পিআর