ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একদিনে করোনা আক্রান্তের রেকর্ড নোয়াখালীতে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:১০ এএম, ০৫ জুন ২০২১

নোয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। আক্রান্তের হার ৩২ দশমিক ৫৬ ভাগ। এদিকে রেকর্ড আক্রান্তের দিনে ৯ হাজার ছাড়ালো করোনা রোগীর সংখ্যা।

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৪ জনে ও মোট আক্রান্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।

শুক্রবার (৪ জুন) রাত ১১টায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তের মধ্যে নোয়াখালী সদরে ৬৫ জন, সুবর্ণচরে সাতজন, হাতিয়ায় দুইজন, বেগমগঞ্জে ১৭ জন, সোনাইমুড়িতে ১১ জন, চাটখিলে দুজন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ১০ জন ও কবিরহাটে চারজন রয়েছেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হইয়েছে। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এরআগে এ সংখ্যা ১২০ পর্যন্ত ছিল। লকডাউন ঘোষিত সদর উপজেলাতেই সর্বশেষ ৬৫ জন আক্রান্ত হয়েছেন’।

তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৭০ জন। শুক্রবার আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন দুই হাজার ১৬১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) রয়েছেন ৩৫ জন ও আইসোলেশনে আছেন আটজন’।

উপজেলাভিত্তিক মোট করোনা আক্রান্ত নোয়াখালী সদরে তিন হাজার ২০৫ জন, সুবর্ণচরে ৪১৩ জন, হাতিয়ায় ১৬৯ জন, বেগমগঞ্জে এক হাজার ৮৯৩ জন, সোনাইমুড়ীতে ৬১৯ জন, চাটখিলে ৪৩৯ জন, সেনবাগে ৫৩৬ জন কোম্পানীগঞ্জে ৯২৩ জন ও কবিরহাটে ৮৫৭ জন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়ন ৫ জুন থেকে সাতদিনের বিশেষ লকডাউনের আওতায় থাকবে।

এসএমএম/জেআইএম