ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেস্তোরাঁয় টেলিভিশন ছাড়তে বলায় পিটিয়ে ৬ জনকে জখম

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৪ জুন ২০২১

পটুয়াখালীর গলাচিপায় রেস্তোরাঁয় নাস্তা খাওয়ার সময় টেলিভিশন ছাড়তে বলায় এক মান্তা (ভাসমান জেলে) পরিবারের নারী ও শিশুসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইচ গেট বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মনোয়ারা বেগম (৩০) ও তার স্বামী বশির তালুকদারকে (৪০) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সকালে বোয়ারিয়া বাজারের ছত্তার মিয়ার রেস্তোরাঁয় মান্তা মনোয়ারা বেগম তার পরিবারের লোকজন নিয়ে নাস্তা করতে যান। এসময় মনোয়ারার ছেলে ফয়সাল সর্দার টেলিভিশন ছাড়তে বললে হোটেলের অন্য কাস্টমার রাকিব মোল্লা টেলিভিশন ছাড়তে নিষেধ করেন। এনিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিব মোল্লার নেতৃত্বে ৪-৫ জন স্থানীয় লোকজন ওই পরিবারের ওপর হামলা করেন। এসময় মনোয়ারা, তার স্বামী বশির তালুকদার, ছেলে ফয়সাল সর্দার (৭), ইমন সর্দার (৪), মরিয়ম (৩০), মঞ্জু (৪০) আহত হন।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন রাকিব মোল্লা। তিনি বলেন, ‘ওরা মান্তা, প্রতিদিনই এলাকার মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে। বশিরই তার স্ত্রী মনোয়ারার মাথা ফাটিয়ে দিয়েছেন।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসআর/জিকেএস