মোংলায় শুক্রবার ছাড়া প্রতিদিনই হবে করোনা পরীক্ষা
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় মোংলায় সপ্তাহে দুই দিনের জায়গায় ছয়দিন নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংক্রমণ ও শনাক্তের হার বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডা. জীবিতেশ বিশ্বাস আরও বলেন, আগে এখানে ল্যাব টেকনিশিয়ান ছিল না। হাসপাতালের একজন ও এনজিওর একজনকে দিয়ে করোনা পরীক্ষার কাজ করা হতো। সংক্রমণ বাড়ায় জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রামপালের ল্যাব টেকনিশিয়ানকে এখানে দিয়েছেন। তাই বৃহস্পতিবারও (৩ জুন) হাসপাতালে নতুন রোগীদের নমুনা নেয়া হচ্ছে। এরপর সপ্তাহে দুই দিনের জায়গায় শুক্রবার বাদে বাকি ছয়দিন করোনা পরীক্ষা করা হবে।
এদিকে করোনা বিধি-নিষেধের পঞ্চম দিনে পৌর শহরে সাধারণ লোকজন ও যান চলাচল বেশি দেখা গেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু যেন ঢিলেঢালা হয়ে পড়ছে। শহরের যেসব পয়েন্টে এর আগে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে সেখানে এখন তেমন একটা নজরদারি দেখা যায়নি।
অপরদিকে, এ বিধি-নিষেধের আওতায় নতুন করে ছয়টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এরশাদ হোসেন রনি/এসআর/জিকেএস