ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে করোনা শনাক্ত ৩ হাজার ছাড়াল

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৩ জুন ২০২১

ফেনী জেলায় ২১ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় ২০২০ সালের ১০ মে ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিকে বৃহস্পতিবার (৩ জুন) জেলায় নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২১ হাজার ১৩২ জনের ফল পাওয়া গেছে। এদের মধ্যে ৩ হাজার ৭৩৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জেলায় আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৬৬ জন মারা গেছেন। এদিকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৪ জন।

বর্তমানে ১৩ জন হাসপাতালে ও হোম আইসোলেশনে থেকে ২১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন বলেন, ফেনীর চারটি উপজেলায় ভারত সীমান্ত থাকলেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো রোগী শনাক্ত হয়নি।

তিনি আরও বলেন, ফেনীতে পিসিআর ল্যাব না থাকায় সংগৃহিত নমুনা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এখন পর্যন্ত ল্যাবে তিন শতাধিক নমুনার ফল আটকে আছে।

এসএমএম/জেআইএম