ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০১ জুন ২০২১

বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার অংশ পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার (১ জুন) টানা বৃষ্টির কারণে মহাসড়কের ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ি, চান্দনা চৌরাস্তা, স্টেশন রোড, তারগাছ, চেরাগআলীসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

gazi2

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেন সচল নেই। বালি, মাটি ও পলিথিনে ভরাট হয়ে গেছে। এছাড়া চান্দনা চৌরাস্তা মোড়ে পশ্চিম-দক্ষিণ পাশে জমে থাকা বৃষ্টির পানি ধীর গতিতে নামার কারণে পানিতে তলিয়ে যায় পুরো রাস্তা। ফলে যানবাহন ও মানুষজন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এতে করে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

gazi2

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে ও পানি নিষ্কাশনে কাজ চলছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস