ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা ওয়াসায় পানির লবণাক্ততা কমাতে নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ জুন ২০২১

ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে দুই হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে খুলনায় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে খুলনা ওয়াসা। কিন্তু সেই ভূগর্ভের পানির উপর ভর করেই চলতে হচ্ছে খুলনা ওয়াসাকে।

ওয়াসা বাগেরহাট জেলার মোল্লাহাটের মধুমতি নদ থেকে যে পানি সরবরাহ করছে তা লবণাক্ত। ফলে লবণাক্ততা দূর করতে আবারও নতুন প্রকল্প গ্রহণ করছে। মঙ্গলবার (১ জুন) ওয়াসা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমডি কামাল হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০১১ সালে একনেকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। এরপর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান এন জে এস ২০০৯-২০১০ প্রকল্পের সম্ভবতা যাচাই করে। কয়েকটি নদ-নদীর উপর জরিপ চালিয়ে মোল্লহাটে ইনটেক পয়েন্ট করে সেখান থেকে পানি সরবরার করার ব্যবস্থা করা হয়।

শুষ্ক মৌসুমে মাত্র ১৫ দিন পানিতে লবণ থাকার কথা থাকলেও ওয়াসার পানিতে এখন সেটি বেশী স্বীকার করে এমডি বলেন, লবণাক্ততা কমানোর জন্য নলকূপের পানি মিশিয়ে সরবরাহ করা হচ্ছে। এতে ভূগর্ভের পানির উপর চাপ পড়ছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, জরুরি পরিস্থিতিতে এটা করা হচ্ছে। তবে সম্মেলনে অনেক প্রশ্ন এড়িয়ে যান খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস