ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে একদিনে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:০৫ পিএম, ০১ জুন ২০২১

সিলেট বিভাগে করোনা সংক্রমণ হঠাৎ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। একই সময়ে সংক্রমিত হয়েছেন আরও ৮৪ জন।

মঙ্গলবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন নতুন করে সংক্রমিত হয়েছে। সংক্রমিত ৮৪ জনের মধ্যে ৬৩ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞে্জ ২, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারের একজন রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন তিনজন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

ছামির মাহমুদ/এএইচ/জেআইএম