ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় আক্রান্ত কুড়িগ্রাম সদরের ইউএনও

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ৩১ মে ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন।

সোমবার (৩১ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইউএনওর শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার (২৮ মে) তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রোববার (৩o মে) তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিলুফা ইয়াসমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন।

কুড়িগ্রামে এ পর্যন্ত এক হাজার ২১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

মাসুদ রানা/আরএইচ/এএসএম